Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০১৫

ভবন নির্মাণ প্রকল্প

ভবন নির্মাণ সংক্রান্ত তথ্যাবলী
(২০০৯-২০১৪)
বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প (১ম পর্যায়ে ৪টি)
সমাপ্ত প্রকল্প

 

০১। প্রকল্পের নাম         :   বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে  আঞ্চলিক  পাসপোর্ট অফিস 

                        নির্মাণ (১ম পর্যায়ে ৪টি)।

০২। প্রকল্প মেয়াদ          :   জুলাই ২০০৬ হতে জুন ২০১১ পর্যন্ত।

০৩। অনুমোদিত প্রকল্প ব্যয়   :   ৩৭৬২.৭৫ লক্ষ টাকা।

০৪। প্রকৃত ব্যয়           :   ৩৫৯৬.৭০ লক্ষ টাকা।

০৫। প্রকল্প এলাকা         :   চট্টগ্রাম, যশোর, নোয়াখালী ও কুমিল¬া।

০৬। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ   :   ক) বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর,

                        খ) গণপূর্ত অধিদপ্তর।

০৭। অগ্রগতি  :    নির্ধারিত সময়ের পূর্বেই প্রকল্পের কাজ শেষ হয়েছে। সর্বশেষ গত ২৬ এপ্রিল/২০১১খ্রি: তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস চট্টগ্রামের নব নির্মিত ভবনের শুভ উদ্ভোধন করেন।

 

বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ১১টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প
সমাপ্ত প্রকল্প
 
০১। প্রকল্পের নাম                    : বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ১১টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ।
০২। প্রকল্প মেয়াদ                    : জুলাই ২০১০ হতে জুন ২০১৪ পর্যন্ত।
০৩। অনুমোদিত প্রকল্প ব্যয়       : ৬৬৪৪.৩১ লক্ষ টাকা।
      (২য় সংশোধিত)
০৪। প্রকৃত ব্যয়                      : ৬৩১৯.৩৮ লক্ষ টাকা।  
০৫। প্রকল্প এলাকা                   : গোপালগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, হবিগঞ্জ  ফরিদপুর,
                 রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও ঢাকা।
০৬। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ     : ক) বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর
                                            খ) গণপূর্ত অধিদপ্তর
০৭। প্রতিটি ভবনের আয়তন      : ক)জেলা পর্যায়ে: প্রায় ৯৯৩৭ বর্গ ফুট।
                                           খ)বিভাগীয় পর্যায়ে: প্রায় ১১০৬৯.০০ বর্গফুট।
 
মাননীয় প্রধানমন্ত্রী আঞ্চলিক পাসপোর্ট অফিস ময়মনসিংহ ও গোপালগঞ্জ এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস রাজশাহী ও রংপুর ভবনের শুভ উদ্ভোধন করেন।
১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প
চলমান প্রকল্প
 
০১। প্রকল্পের নাম                           :১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ
০২। প্রকল্প মেয়াদ                           :জানুয়ারী ২০১২ হতে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত।
০৩। প্রকল্প ব্যয়                             :১৪৬৭৫.৫৪ লক্ষ টাকা।
০৪। প্রকল্প এলাকা                          :যাত্রাবাড়ী, উত্তরা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, 
                                                  বগুড়া, পাবনা, দিনাজপুর, পটুয়াখালী, কক্সবাজার,
                                                  চট্টগ্রামের চান্দগাঁও, ব্রাহ্মনবাড়ীয়া, ফেনী, চাঁদপুর,  
                                                  কিশোরগঞ্জ, মৌলভীবাজার, কুষ্টিয়া, টাঙ্গাইল ও রাঙ্গামাটি।
 
০৫। প্রতিটি ভবনের আয়তন             :৮৮২৬ বর্গফুট। (উত্তরা ও যাত্রাবাড়ী ১৫০০০ বর্গফুট)।
০৬। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ             :ক)বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর,খ)গণপূর্ত অধিদপ্তর।
০৭। জুন/২০১৪ পর্যন্ত ব্যয়                 :২৯৯৭.৪০ লক্ষ টাকা।
০৮। ২০১৪-২০১৫ অর্থ বছরে বরাদ্দ   :৩০০০.০০ লক্ষ টাকা।
০৯। চলতি অর্থ বছরে
    মার্চ/২০১৫ পর্যন্ত ব্যয়                  :২৯২৫.৭৯ লক্ষ টাকা।
১১। চলতি অর্থ বছরে অগ্রগতির হার  :৯৭.৫৩%
১২। বাস্তব অগ্রগতি                        :   
  • ইতোমধ্যে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, পাবনা ভবনের নির্মাণ কাজ শেষ। দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।
  • পটুয়াখালী, কুষ্টিয়া, বগুড়া, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, ফেনী ও দিনাজপুর এর নির্মাণ কাজ শেষ পর্যায়ে।
  • বাকী ভবনগুলোর নির্মাণ কাজ চলছে।

 

চলমান প্রকল্প
 
প্রকল্পের নাম            :“পাসপোর্ট তথ্য সংরক্ষণ কেন্দ্র স্থাপন (Construction of
                              Passport Personalization Complex)Ó
 
লোকেশন                  :উত্তরা ৩য় পর্বে রাজউক থেকে এক বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে।
 
প্রাক্কলিত ব্যয়             :২৮৮৮.৯০ লক্ষ টাকা।
 
প্রকল্পের মেয়াদ           :জানুয়ারী/২০১৫ থেকে জুন/২০১৭ পর্যন্ত।
 
ভবনের আয়তন         :৪৫৮২২.৮৭ বর্গফুট। প্রতি ফ্লোরে ৭৬৩৭.১৪৬ বর্গফুট।
                              দশ তলা ভিত বিশিষ্ট ছয় তলা ভবন।
 
                              প্রকল্পটি গত ০৩/০৩/২০১৫ইং তারিখ একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে।
 
প্রস্তাবিত প্রকল্প
 
 
প্রকল্পের নাম          : ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ
 
লোকেশন              : গাজীপুর, নারায়নগঞ্জ, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, জামালপুর, নেত্রকোনা,
                           চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মাগুরা, ঝিনাইদহ, ভোলা, বরগুনা, মাদারীপুর,              
                           শরীয়তপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, বাগেরহাট।
 
প্রাক্কলিত ব্যয়        : ১০৩০৭.৪৯ লক্ষ টাকা।
 
                         প্র্রকল্পটি পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে।